আধুনিক | Adhunik | SUBHOJIT


এই মন পথ হারানো এক পথিক,
কত কিছুই সে ভেবেছিল,
কিন্তু পারেনি শুধু বাস্তব রূপ দিতে।
জীবনের পথে হাঁটার সময়,
সবকিছু সে হারিয়ে ফেলেছে
নিজের অজান্তে।
তার সমস্ত আশা-প্রত্যাশা আজ
সবই যেনো মূল্যহীন হয়ে পড়েছে,
এই অতি-আধুনিক সমাজ-
তার সেই স্বপ্নগুলোকে পিষে দিয়েছে,
পেশাদারিত্বের জাঁতাকলে।

© শুভজিৎ 
২৫ অক্টোবর, ২০১৯

Comments