পটভূমি | Potobhumi | SUBHOJIT
তুমি কি আমার
কবিতা লেখার প্রেরণা,
নাকি বিশ্বাস ভেঙে
দেওয়া স্বচ্ছ বেদনা।
প্রতিদিন এইভাবে লিখতেকবিতা লেখার প্রেরণা,
নাকি বিশ্বাস ভেঙে
দেওয়া স্বচ্ছ বেদনা।
বসা কলম নিয়ে,
হঠাৎ তোমায় মনে পড়ে
লেখাগুলো যায় হারিয়ে।
শেষমেশ অর্ধেক কবিতা
আমায় দেখে হাসে,
তখন তোমার ছবি ফুটে
ওঠে মনের ক্যানভাসে।
যতবার ভাবি
ঠিক ভুলে যাব তোমায়,
ফিরে আসো তুমি-
প্রত্যেকবার, আমার কল্পনায়।
© শুভজিৎ
২৭ অক্টোবর, ২০১৯
❤❤❤❤ romantic + sad
ReplyDelete