কবিতা: ব্যস্ত জীবন | Bysto Jibon | SUBHOJIT

 জীবনের পথ চলতি ব্যস্ততার ফাঁকে,
তোমায় নিয়ে ভাবতে বসার অবসরটুকু
আজ যেন কয়লাখনির মধ্যে হঠাৎ
পাওয়া এক টুকরো হীরক খণ্ড!

এই বিশ্রামহীন সময়কে
যদি একটু ছুটি দেওয়া যেত,
তাহলে হয়তো ঝিনুকের খোলসের মধ্যে
খুঁজে পাওয়া মুক্তোর মত

অবসরকে উপভোগ করতাম।
শুধু তোমাকে নিয়ে হারিয়ে যেতাম
মুক্ত বাতাসের ভেলায় চড়ে,
চুমুক দিয়ে পান করতাম

তোমার স্নিগ্ধতার মাদক।
আর ভালোবাসার জাদু ছোঁয়ায়
ভেঙে ফেলতাম, তোমার অস্ত্বিত্ব-
কাতর এই ব্যস্ত-জীবন।

© শুভজিৎ 
১৭ নভেম্বর, ২০১৯

Comments