শূন্য | Shunyo | SUBHOJIT


মনের রাজকন্যে কোথায় গেলে হারিয়ে?
খুঁজতে খুঁজতে ক্লান্ত আজ,
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে।

মনের সিংহাসন শূন্য নীরব আজ,
তুমি হারানোর সন্দেশে
মুছে দিয়েছে সিঁথির সাজ।

অকারণ এসেছিলে মনের আঙিনায়,
সবকিছু গেছিলাম ভুলে,
গহীন সুপ্ত কামনায়।

ক্লান্ত দেহ খুঁজতে কি পারবে তোমায়!
নাকি শূন্য সিংহাসন রয়ে যাবে
নীরবে, মনের কিনারায়।

© শুভজিৎ 
৩ নভেম্বর, ২০১৯

Comments

Post a Comment