সমাধান | Somadhan | SUBHOJIT
পড়তে বসে হঠাৎই মন উড়ে যায়
জানালার বাইরে,
অজানা আশ্চর্য কারনেজানালার বাইরে,
সবকিছু ভুলে হারিয়ে যাই।
বুঝতে পারিনা কেনো এমন হয় আমার সাথে-
প্রতিবার ফিরে এসে দেখি ঘন অন্ধকার।
এ কোন জগৎ, রোজ আমায় নিয়ে খেলা করে-
মন ভুলিয়ে নিয়ে যায় অচেনা নিরুদ্দেশের স্বপ্নসাগরে..
যেন এক রহস্য- অসম্ভবের প্রতীক
হয়ে সামনে দাঁড়িয়ে আছে!
আর এই অসম্ভবের পিছনে,
হয়তো লুকিয়ে আছে
আমার হারিয়ে যাওয়ার সমাধান,
হয়তো নতুনের সন্ধান..
© শুভজিৎ
১০ নভেম্বর, ২০১৯
Comments
Post a Comment