কবিতা: সময় | Somoy | SUBHOJIT

সে আর থাকবে না থেমে,
ঠিকই চলে যাবে নিজের পথ ধরে।
আমি শুধু বসে ভাববো-
একটু একটু করে, বর্তমান
অতীত হয়ে যাবে।
নষ্ট হয়ে যাবে,
জীবনে তার কিছুটা উপস্থিতি-
তবুও সে ফিরবে না।

এইভাবে ফুরিয়ে যেতে যেতে,
যখন প্রায় শেষ হবে,
মনে পড়বে স্মৃতিপট-
ফেলে আসা মুহূর্ত গুলো..
হারিয়ে যাওয়া উপায় এর অনিশ্চয়তা,
তখন ধীরে ধীরে শেষ করে ফেলবে
সীমিত অবশেষ।

© শুভজিৎ 
২৪ নভেম্বর, ২০১৯

Comments