কবিতা: আবদার | Aabdar | SUBHOJIT
তোর হাসি যখন দেখি-
ভুলে যাই সমস্ত কষ্ট,
বুঝতে পারিনা, ওই হাসির আড়ালে
লুকিয়ে রেখেছিস
কত-শত অজানা অভিমান।
আমাকে সবসময় ভালো রাখতে চাস,
আর নিজেকে অজান্তে হারাস।ভুলে যাই সমস্ত কষ্ট,
বুঝতে পারিনা, ওই হাসির আড়ালে
লুকিয়ে রেখেছিস
কত-শত অজানা অভিমান।
আমাকে সবসময় ভালো রাখতে চাস,
কষ্ট ভোলানো তোর হাসির গভীরে,
হয়তো দুঃখের সাতকাহন-
পারবি না আমায় দিতে কিছুটা
কষ্টের ভাগ? চাইছিনা তো অমূল্য রতন!
ভেঙে দেব তোর দুঃখের ভাঁড়,
খুলে দেব সমস্ত বাঁধন,
মিশিয়ে দেব খুশির সাগরে,
কষ্টসব ভূগবে অস্তিত্বহীনতায়।
অনাবিল হাসি ভরে উঠবে
তোর মনের খাঁচায়।
© শুভজিৎ
১ ডিসেম্বর, ২০১৯
Comments
Post a Comment