কবিতা: যখন সবকিছু হারালে | Jokhon Sobkichu Harale | SUBHOJIT
যখন সবকিছু হারালে
মুখ ফিরিয়ে কেন চলে গেলে?
উচিৎ- আহ্বান সম্মুখ সমরে
সমস্ত সাহস একত্রিত করে।
হানো আঘাত অভিমান তিরে-
কেঁপে উঠুক শরীর ক্রন্দন টঙ্কারে।
ফলাফল হয়তো হত প্রকাশ যুদ্ধক্ষেত্রে
হয়তো সমস্তটাই ফিরে পেতে,
হয়তো দু-পক্ষকে টেনে একত্রে-
ছিন্নমুখ মিলে যেত সংযুক্তি সূত্রে।
নিজেকে সরিয়ে কেন নিলে
যখন সবকিছু হারালে?
© শুভজিৎ
৮ ডিসেম্বর, ২০১৯
Comments
Post a Comment