কবিতা: যুদ্ধ | Juddho | SUBHOJIT

ইচ্ছেগুলো পুড়ছে স্বপ্নগুলো ভাঙছে
মন নিজেকেই দিচ্ছে সান্ত্বনা,
ভালো দিন কি আসছে?

সবকিছু হচ্ছে শেষ নেই অবশেষ
ঝড়ের দাপটে বোধহয়
ভেঙে পড়বে এবার, আমার স্বপ্নদেশ।

নিয়তির ধূর্তচাল কিনারায় জীবনকাল
ভাবনা-চিন্তার অভাবে,
থমকে দাঁড়িয়ে এ কোন ক্ষণকাল?

কি হবে? চোখের পাতা শুধু ভিজবে
স্বপ্ন-নিয়তির এই যুদ্ধে,
তোমারই জয়-পরাজয় ঘটবে।

© শুভজিৎ 
২২ ডিসেম্বর, ২০১৯

Comments