কবিতা: কবর | Kobor | SUBHOJIT

ভাঙা বুক খোঁজে সুখ
কবিতার দেশে,
আমার স্বপ্ন রক্ত শূন্য
মায়াবীর বেশে।

হৃদয় যন্ত্রে অসুখী মন্ত্র-
দূরত্বের কারণ,
সময় শেষে স্মৃতি অবশেষ-
যমরাজের শমন।

সামনে দাঁড়ায় আমি অসহায়
শরীর যে দুর্বল,
কেড়ে নিচ্ছে বাঁচার যেটুকু ইচ্ছে
একমাত্র সম্বল।

পালিয়ে যাচ্ছে শক্তি শীঘ্রই মুক্তি
জীবন শিয়রে,
অগণিত ভ্রান্তি পাবে এবার শান্তি
আমার নিষ্প্রাণ কবরে।

© শুভজিৎ 
১৫ ডিসেম্বর, ২০১৯

Comments

  1. Amr favourite kobita kobor jeta likhensen pollikobi josimoddin r 2nd favourite tmr lekha kobor kobita... All the best

    ReplyDelete

Post a Comment