কবিতা: অভিমান | Oviman | SUBHOJIT

ঘন ঘন উঠছে নামছে দীর্ঘশ্বাস,
মনের মধ্যে সবকিছুই এপাশ-ওপাশ।
চেপে রাখা নাম না জানা কষ্টগুলো,
সেসব পরিচিত ভ্রষ্ট জেনেও
শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে উত্তেজনা,
পাহাড় বেয়ে নেমে আসতে চায় কান্না!

জমিয়ে রাখা কিছু জঞ্জাল- অভিমান,
নোনা স্রোতে আজ ভেসে যাক আসমান।

© শুভজিৎ 
২৯ ডিসেম্বর, ২০১৯

Comments