কবিতা: অসম্পূর্ণ | Asompurno | SUBHOJIT
পাগল রঙের উগ্রতা, আর
একলা থাকার আনকোরা বিষন্নতা।
মনের না চাওয়া ইচ্ছে- আত্মহত্যা গুলো..
খুব প্রয়োজন ছিলো ক্ষণিকের সমঝোতা।
পথ চিনে আবার ঘরে ফিরুক বিবাগী মন,একলা থাকার আনকোরা বিষন্নতা।
মনের না চাওয়া ইচ্ছে- আত্মহত্যা গুলো..
খুব প্রয়োজন ছিলো ক্ষণিকের সমঝোতা।
নিশ্চিহ্ন এখন সেই সব অতীত অণুক্ষণ।
নিজের সাথে হয়ে যাক নিজের বন্ধুত্ব-
বাড়িয়ে দিক আরো অনেকটা অস্তিত্ব।
আপনভোলা অমিত্রাক্ষর বহুরূপী ব্যক্তিত্ব..
এই তো আমার প্রবহমান অসম্পূর্ণ নিজস্বত্ব।
© শুভজিৎ
৫ জানুয়ারী, ২০২০
Comments
Post a Comment