কবিতা: হে নূতন | Hey Nuton | SUBHOJIT

ক্ষত বিক্ষত শূন্য শরীরে
কুয়াশা ভেজা অস্পষ্ট সুরে,
চেষ্টা করছি গাইতে জীবনের গান-
এই একলা মন, তার একলা প্রাণ।

ঘরের ভিতর জীর্ণ বন্দীদশায়
নিমিত্ত কিছু নতুন-পুরনো আশা।
মাঝেমধ্যে দেখতে ইচ্ছে করে আলো..
কেউ এসো, মন-দুয়ার খোলো।

নিয়ে চলো উন্মুক্ত প্রান্তরের মাঝে,
আমি ডুব দিতে চাই অসীম সবুজে..
বাঁচতে চাই আবার নতুন ভাবে!
নতুন জীবন, আর নতুন স্বভাবে..

© শুভজিৎ 
১২ জানুয়ারী, ২০২০

Comments