কবিতা: মন এবং তুই | Mon Ebong Tui | SUBHOJIT

মন চেয়েছিল তোর সাথে
কাটাতে বাকি সবটা সময়,
হারিয়ে যেতে চেয়েছিল বহুদূরে..
কল্পনার কোনো এক স্বপ্নময়
রাজ্যে! হয়তো ফিরে যেত শৈশবের
সেই শুরুর দিনগুলো'তে-
যখন ছিল না কঠিন অনুভূতি,
ছিল শুধুই সময়, আনন্দের শর্তে।

সে সময় জুড়ে ছড়িয়ে ছিল
হামাগুড়ি দেওয়া মুখর দিনযাপন-
তাই আজ ফেরার পথ ধরুক
হয়তো-সুখের আশায়, দুজনের দুটি মন।

© শুভজিৎ 
২৬ জানুয়ারী, ২০২০

Comments