কবিতা: অবশেষ | Oboshesh | SUBHOJIT
অস্তিত্বের তুমি হয়ে গিয়েছ মূল্যহীন-
একদিনের অনেক দামী, আজ আমিই দাবীহীন।
অভিমানী সুরে গান বাঁধতে ভুলেছি,
বিরহ অসুখ সয়ে আজও বেঁচে আছি।
মন কষাকষির দিন ফুরিয়ে গিয়েছে শেষ,একদিনের অনেক দামী, আজ আমিই দাবীহীন।
অভিমানী সুরে গান বাঁধতে ভুলেছি,
বিরহ অসুখ সয়ে আজও বেঁচে আছি।
তুমি আছো তাই আমিও অবশেষ।
রহস্যের শেষটুকু এখনও আমার মাঝে
রাত-বিরেতে ফিরে আসে, নতুন নতুন সাজে।
কে যেন শেষরাতে, ঘুম এনে দেয় কপালে হাত ছুঁয়ে।
ক্লান্ত দেহ-মন দিতে চায়না এখন, তাকে দূরে সরিয়ে।
© শুভজিৎ
Comments
Post a Comment