অনুভূতি | Anubhuti | SUBHOJIT
আলতো ভাবে আঁকড়ে ধরো
এই হাত- তোমার হাতের মাঝে,
গোলাপি বিকেলে আকাশ জুড়ে
নামবে সন্ধ্যা নতুন সাজে।
মৃদু দখিনা বাতাসে উড়বে
তোমার খোলা চুল অজানা উদ্দ্যেশ্যে,
হাতের মুঠোয় জমা অবকাশ-
ফুরিয়ে যাবে বর্ণহীন বাতাসে।
সবুজ দূর দিগন্তের মাথায় সূর্য
ফিরবে এবার গৃহ অভিমুখে,
মনের সব চোরাগলি মাঝে খুঁজি-
যদি কিছু অবশেষ বেঁচে থাকে।
এই হাত- তোমার হাতের মাঝে,
গোলাপি বিকেলে আকাশ জুড়ে
নামবে সন্ধ্যা নতুন সাজে।
মৃদু দখিনা বাতাসে উড়বে
তোমার খোলা চুল অজানা উদ্দ্যেশ্যে,
হাতের মুঠোয় জমা অবকাশ-
ফুরিয়ে যাবে বর্ণহীন বাতাসে।
সবুজ দূর দিগন্তের মাথায় সূর্য
ফিরবে এবার গৃহ অভিমুখে,
মনের সব চোরাগলি মাঝে খুঁজি-
যদি কিছু অবশেষ বেঁচে থাকে।
© শুভজিৎ
২১ ফেব্রুয়ারী, ২০২০
Comments
Post a Comment