কবিতা: গোধূলি | Godhuli | SUBHOJIT

গোলাপী আঁচলের নিরাপদ আশ্রয়ে
সবুজ গাছপালা'দের বিকেল যাপন
শান্ত বাতাসের পরশ শরীরে মেখে।

পেরিয়ে ফেলে আসা আমাদের গোধূলি!

আধো আধো সন্ধ্যা নিজেই বলে
অস্তগামী সূর্য তবে যাক চলে
মেঘের গায়ে রঙিন সব ছবি এঁকে।

তোমার রামধনু আবদারে ব্যস্ত রং-তুলি!

সোডিয়াম বাতি গুলো জ্বলে উঠবে
ঝকঝকে মন গলির শূন্য রাজপথে
অশরীরি অনুভূতি'দের আসা যাওয়া।

কেনো এই মন-কেমন তোমার আগমনে?

হাজার'টা বছর এভাবেই থেকে যাক
হলদেটে মলাটে আমার স্মৃতির ভাগ
মুখবন্ধ খামে ভরা জমানো সওয়াল।

জানতে চাই না আজ, আছি কি ওই মনে?

© শুভজিৎ 
৯ ফেব্রুয়ারী, ২০২০

Comments