কবিতা: ইচ্ছে হয় তাই | Icche Hoy Tai | SUBHOJIT

ইচ্ছে হয় তাই,
মাথা নিচু করে আমার পথ হাঁটি,
হতে চাই একটু বেশি খাঁটি।
চলার পথে হয়তো এক অথবা দুইবার
ইচ্ছে হয়, তোমাকে খুঁজি কয়েকবার!

ইচ্ছে হয় তাই,
আরোও একবার ব্যর্থ চোখ নামাই,
নিজেকে আবারও মিথ্যে বোঝাই,
চোখে লজ্জা ভরে রাখি..
ইচ্ছে হয়, মুখ জুড়ে মুখোশ আঁকি।

ইচ্ছে হয় তাই,
তোমার সব প্রশ্নের অস্ফূট উত্তর-
বলতে পারছি না মনের খবর।
করতে পারি না দ্বিধা ভরা ইশারা, শুধুই
ইচ্ছে হয়, একলা আমি যাই পাগলপাড়া।

ইচ্ছে হয় তাই,
অবশেষে আমার চলার পথ গিয়ে মেশে
অসম্পূর্ণ ইচ্ছে গুলোর ভাগশেষে।
তাই, আবারও ইচ্ছে হবে,
আবারও মন তোমাকে অন্যদিন খুঁজবে।

© শুভজিৎ 
১৬ ফেব্রুয়ারী, ২০২০

Comments