কবিতা: সহযোগ | Sohojog | SUBHOJIT

স্বপ্ন, মনে হতে পারে নিকষ মিথ্যে,
যদি নিজেকে হঠাৎ হারিয়ে ফেলো পথে।
কেউ থাকবে না, যে সঠিক পথ দেখাবে,
সময়ের স্রোতে ভেসে তুমি নিজেকে হারাবে।

নিজেকে খুঁজতে গিয়ে হোঁচট খাও যদি,
চলার পথে পেতেই পারো, সমুদ্র অথবা নদী।
অবলম্বন খুঁজে নিতে হবে পেরিয়ে যেতে,
হঠাৎ সেই সহযোগ যদি না ঘটে?

খোঁজার পথেও হয়তো তুমি একলা,
পেরিয়ে যাচ্ছে বহু হলুদ রঙের বিকেল বেলা।

ভাবতেই পারো তবে বৃথা এ জীবন,
সমস্যার অভয়ারণ্যে উপায় এর নেই কোনো নিষ্ক্রমণ।
ভুলে যেতে পারো এবার সমস্ত অতীত-
ভাগ্যের পরিহাসে শেষমেশে তোমার স্বস্তি।

© শুভজিৎ 
২ ফেব্রুয়ারী, ২০২০

Comments