কবিতা: উত্তর | Uttor | SUBHOJIT

দুর্ঘটনা'টা বোধহয় সেদিনই ঘটেছিল
যখন পশ্চিম আকাশে বিকেলের রঙ
গোলাপী আভা হারিয়ে নিকষ কালো
অন্ধকারে নিজের মুখ লুকিয়েছিল!

বেদনার বহিঃপ্রকাশের প্রয়োজন ছিলো
আশকারা বিহীন অদ্ভূত রকম সীমিত!

আমার অসহায় ইচ্ছে গুলোর নীরবতা
তখন তোমার শ্রান্ত ঠোঁটে আশ্রয় চেয়ে
ব্যর্থ পথ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা।

মনান্তরী তুমি রেখে গেলে আমায়, রহস্যময়ী
নকশা কাটা সমীকরণের প্রাবন্ধিক সমাধানে!
আলো ঝলমলে জোনাকির পাখনা বলে যায়,
তোমার অভিসারী দুই চোখ সব উত্তর জানে।

© শুভজিৎ 
২৩ ফেব্রুয়ারী, ২০২০

Comments