দেখা হয়নি তোমার আমার | Dekha Hoyni Tomar Amar | SUBHOJIT
বিকেলের পড়ন্ত রোদ ঝলমলে আকাশ
একা বেঞ্চের উপর বসে অপেক্ষায় তোমার,
আজও পরাজিত আমি নিষ্ফল বিকেলে
দেখা হয়নি তোমার আমার।
আজও পরাজিত আমি নিষ্ফল বিকেলে
দেখা হয়নি তোমার আমার।
দিনের শেষে অতীত'কে বিসর্জন দিয়ে
জীবন বাঁচতে চায় তোমাকে ছাড়া এবার-
সুপ্ত অতৃপ্ত ইচ্ছে'রা মিশে ঐকান্তিকতায়
দেখা হয়নি তোমার আমার।
নিশ্চিন্ত আর্তনাদে কাঁপতে থাকা শরীরে,
সন্ধ্যার আলতো জ্যোৎস্নায় নোনতা হাহাকার।
অহংকারী অভিমানে বন্দি নিষিদ্ধ জীবন, তাই
দেখা হয়নি তোমার আমার।
স্বপ্নহীন আমার ধর্ষিত শরীরী বিছানায়
রাতের পথিক ফেরি করে গাঢ় অন্ধকার, আর
ঘুম হারিয়ে পথ বেসামাল সমস্ত শপথ-
দেখা হয়নি তোমার আমার।
© শুভজিৎ
৮ মার্চ, ২০২০
Comments
Post a Comment