কবিতা: নীরবতা | Nirobota | SUBHOJIT

পালিয়ে বেড়াচ্ছি দেশ দেশান্তরে
মেদুর বাস্তবতা থেকে দূরে দূরে,

দিতে না চাওয়া একটুও বেশি
অবলম্বন, নিতে চাওয়া শুধু কেড়ে।

হাতছানি দিয়ে পালিয়ে যায় সে
অদৃশ্য সীমাহীন প্রান্তরের দিনশেষে,

রাত-বিরেতে ঘুমহীন দুটো চোখ
কাকে খোঁজে উপন্যাসের শেষ নিঃশ্বাসে?

কতশত অচেনা প্রশ্নের উত্তরে পথ হারাও
তুমি মন, অজানা'তেও এগিয়ে চলো..

ভোর রাতের হালকা ঘুম রঙে মিশে যায়
সব রাত জাগা আবেগ ভাঙা আলো।

নতুন সকাল, গজিয়ে ওঠা সবুজ পাতা,
সেই ভিড়েই লুকিয়ে নিচ্ছি অযথা

সব বহিরাগত কৌতুহল, আর
আমার গতজন্মের সমস্ত নীরবতা।

© শুভজিৎ 
১ মার্চ, ২০২০

Comments