জনস্রোতের মাঝে বিলুপ্তপ্রায়
মনুষ্যত্ব ,
অশরীরী হাত ছুঁতে চায় শুধুই
নিষ্কলঙ্ক নারীত্ব!
এটাই কি সভ্যতার উন্নয়ন
পরিবর্তনের রঙ্গমঞ্চে?
অভিনেতার মুখোশের আড়ালে
আজ ধর্ষকের অস্তিত্ব?
এই উলঙ্গ সমাজের বুকে-
জীবিত খোলসে ঢাকা
আধমরা সৈনিক আমি, আজ
একটি আহত রক্তকরবী।
Comments
Post a Comment