প্রথম দেখা | Prothom Dekha | SUBHOJIT

প্রথম দেখা | Prothom Dekha | SUBHOJIT

স্পর্শ হয়তো চেয়েছি তোমার কাছে
হাত ছুঁয়ে অস্তিত্বের স্বাদ,
দুটি সমুদ্র মিলেমিশে একাকার
ভেঙেছে সব দূরত্বের বাঁধ।

উন্মুক্ত আজ হয়তো ভালোবাসা 
পরাধীনতার খাঁচা ভেঙ্গে, তাই 
জলোচ্ছ্বাস চুমু এঁকে দিয়ে যায় 
দুই মানব-মানবীর আদিম অঙ্গে।

দিন শেষে তখন আশা-প্রত্যাশার গল্প..
যেখানে তুমি অনেক দামি- তাই 
ভয় জাগে সারা শরীর জুড়ে, অল্প অল্প।

© শুভজিৎ 
২২ মার্চ, ২০২০

Comments