ভুল | Bhul | SUBHOJIT
মন খারাপের অচেনা অসুখ
প্রশ্ন চিহ্নের আগে বসে সুখ,
বাস্তবের বাজারে নিয়তি'র কারবার।
একজোড়া চোখ চশমার এপারে
জেগে থাকে অস্থিরতার আদরে,
নিদ্রাহীন রাতে কমদামি স্বপ্নের বাজার।
একমাত্র এক চিলতে অবলম্বন
প্রদীপ নিভতে হয়তো আর কিছুক্ষণ,
ধরণী জুড়ে আজ জ্যোৎস্নার জোয়ার।
আমাদের বার্তালাপ'টা ঘরের ভিতরে,
রেখে এসেছিলাম দরজা বন্ধ করে..
অভিমানী ভুলটা তাই, একান্তই আমার।
প্রশ্ন চিহ্নের আগে বসে সুখ,
বাস্তবের বাজারে নিয়তি'র কারবার।
একজোড়া চোখ চশমার এপারে
জেগে থাকে অস্থিরতার আদরে,
নিদ্রাহীন রাতে কমদামি স্বপ্নের বাজার।
একমাত্র এক চিলতে অবলম্বন
প্রদীপ নিভতে হয়তো আর কিছুক্ষণ,
ধরণী জুড়ে আজ জ্যোৎস্নার জোয়ার।
আমাদের বার্তালাপ'টা ঘরের ভিতরে,
রেখে এসেছিলাম দরজা বন্ধ করে..
অভিমানী ভুলটা তাই, একান্তই আমার।
© শুভজিৎ
১৯ এপ্রিল, ২০২০
Vlo silo
ReplyDelete