খুঁজেছি রোজ তোকে | Khujechi Roj Toke | SUBHOJIT
খুঁজেছি রোজ তোকে
ভাঙা পাঁচিলে ইটের ফাঁকে।
পায়ে হাঁটা নির্জন পথ ধরে
ফিরতে হয়েছে আবার একলা ঘরে।
মেলেনি এক ফোঁটা অস্তিত্ব
পরিশ্রমী হৃদয় ক্ষত বিক্ষত।
অসুখী যন্ত্রনা জড়িয়ে ধরেছে
আমাকে, অমাবস্যার অন্ধকারে।
চেয়েছি কতবার ছেড়ে দিতে
তোকে তোরই সাথে..
অন্য কোনো হৃদমাঝারে, হলেও
আমার থেকে অনেক দূরে।
তাও প্রতিদিন মাঝরাতে
চোখের পাতা এক হওয়ার সাথে,
তোর স্মৃতি কেন আসে ফিরে
ক্লান্ত শরীরের সবখানি জুড়ে?
ভাঙা পাঁচিলে ইটের ফাঁকে।
পায়ে হাঁটা নির্জন পথ ধরে
ফিরতে হয়েছে আবার একলা ঘরে।
মেলেনি এক ফোঁটা অস্তিত্ব
পরিশ্রমী হৃদয় ক্ষত বিক্ষত।
অসুখী যন্ত্রনা জড়িয়ে ধরেছে
আমাকে, অমাবস্যার অন্ধকারে।
চেয়েছি কতবার ছেড়ে দিতে
তোকে তোরই সাথে..
অন্য কোনো হৃদমাঝারে, হলেও
আমার থেকে অনেক দূরে।
তাও প্রতিদিন মাঝরাতে
চোখের পাতা এক হওয়ার সাথে,
তোর স্মৃতি কেন আসে ফিরে
ক্লান্ত শরীরের সবখানি জুড়ে?
© শুভজিৎ
৫ এপ্রিল, ২০২০
Comments
Post a Comment