স্বপ্নস্রোত | Swopnosrot | SUBHOJIT
জানালার ছোট্ট ফাঁক দিয়ে রবির আলো
ঘুম মাখা মুখের উপর এসে পড়ে,
ভোরের আলস্যকে আপন ভাবে জড়িয়ে
মন, পাশ-বালিশটাকে আঁকড়ে ধরে।
আধবোজা চোখের পাতার উপরঘুম মাখা মুখের উপর এসে পড়ে,
ভোরের আলস্যকে আপন ভাবে জড়িয়ে
মন, পাশ-বালিশটাকে আঁকড়ে ধরে।
নিদ্রাহীন স্বপ্ন-যুদ্ধের স্পষ্ট আঁচড়,
হাজারটা অতীত সুখের আঘাতে আহত-
রাত শেষে কেউ জানবে না এই খবর।
চোখ খুললেই আবার আরেকটা দিন,
জীবনপথে আরেকটু আনমনে পথ চলা..
এই পথে কখনও পাই না কেন,
হারিয়ে যাওয়ার গরাদহীন খোলা জানালা!
দেখতে দেখতে অনেকটা অজানা সময়
ভোরের অলস স্বপ্নস্রোতে ভেসে যায়..
সেই স্বপ্ন, শরীরে মেখে নতুন একটা দিন,
জীবনের পথে আবার চলতে শেখায়।
© শুভজিৎ
১৪ এপ্রিল, ২০২০
Comments
Post a Comment