বিবর্ণ | Biborno | SUBHOJIT

বিবর্ণ | Biborno | SUBHOJIT

ভোরের স্বপ্ন মাঝে ঘুরে বেড়ায়
সফলতার আবেগী আশা ভরসা,
উত্তেজনার বশে ভারসাম্য হারায়
দুর্বল হৃদয়ের অন্তর্নিহিত ভাষা।

ফ্যাকাসে বর্ণহীন ইচ্ছেগুলো-
হঠাৎই রঙ খুঁজে পায় তোমাতে,
বর্তমান হেরে যায় অতীতের চাপে
শূন্য ভবিষ্যৎ অবলুপ্তির পথে।

যখন তুমি হারিয়ে যাও দিগন্তে-
আশার প্রদীপ জ্বলে শেষ নিঃশ্বাসে,
আমি প্রশ্ন করি, “ফিরবে কবে আবার-
বাঁচাতে আমায় একটু ভালোবেসে?”

© শুভজিৎ 
৩ মে, ২০২০

Comments

Post a Comment