ব্যবধান | Byabodhan | SUBHOJIT

ব্যবধান | Byabodhan | SUBHOJIT

দূর দিগন্তে সবুজ গাছেদের কাঁধে
ঝুঁকে পড়া শেষ বিকেলের আলো,
আজ অমাবস্যার রাতে খুঁজে পাবে 
পরিচিত সব তারা'রা নিকষ কালো।

আধো-অন্ধকার ঘরে একলা তুমি 
দেখছো মহাকাশ আমার অতীত চোখে, 
ঘুমন্ত নক্ষত্রের দল হয়েছে অন্তর্ধান 
তোমার খুব চেনা আমার আকাশ থেকে। 

এই মধ্যরাতে তোমার আমার ব্যবধান 
চোখের দৃষ্টি যায় যত আলোকবর্ষ দূর, 
অন্ধকার রাজপথে কল্পিত স্বপ্ন-মিছিলে 
হারিয়ে ফেলি অভিযোগের অতৃপ্ত সুর। 

রাতের ঘুম-ঘরে জ্বলছে না আজ আলো
তোমার শূন্যতায়, হারিয়ে ফেলেছি যাকে 
থাক সে আমার থেকে আলোকবর্ষ দূর..

© শুভজিৎ 
১৭ মে, ২০২০

Comments

Post a Comment