শেষ অধ্যায় | Sesh Odhyay | SUBHOJIT

'শুভ মাতৃ দিবস' 💝
প্রণাম ও ভালোবাসা জানাই প্রত্যেক 'মা' তথা 'জননী'কে! 

শেষ অধ্যায় | Sesh Odhyay | SUBHOJIT

যখন ঠিকই করে নিয়েছ,
একলা রেখে চলে যাবে একাকী-
আমার সাধ্যটাও ঋণগ্রস্ত-
বাঁধা দেবে, সেটুকুও নেই বাকি।

বড় অসময়ে চলেছ
আমাকে ছেড়ে হয়তো স্বর্গেই,
ভাবতে পারছিনা কীভাবে বাঁচবো,
যখন চোখের সামনে তুমি নেই-

বাঁচতে যে আমাকে হবেই,
তুমি অন্তত সাথে থাকতে!
কথা না রেখেই চলে যাবে?
দুর্বল বাঁধে কি অশ্রু আটকাবে!

জন্ম থেকে এখনও
শুধুই তোমার হাতের ছোঁয়া,
বিশ বছরের হিসেবনিকেশ-
কত আবদার, কত চাওয়া-পাওয়া..

নিজের শরীর ছুঁতে ভয় করছে,
অস্ফুট চিৎকার সহ্য করছে,
বেদনা গুলো কড়া নাড়া দেয় প্রায়শই,
চোখের পাতা পথ আটকে মুহূর্ত রক্ষে তাই!

সময় যেন ঘড়ির কাঁটার সাথে
নেমেছে দৌড় প্রতিযোগিতায়,
কে প্রথম লক্ষ্যে পৌঁছবে
দেখছি তাই, চোখ ভরা দুরাশায়।

কিন্তু এত সহজে পরাজয়!
জীবনের কাছে মাথা নত করবে
তোমার চিরাচরিত স্বভাব ভুলে গিয়ে?
সে আমি মেনে নেব কীভাবে!

আজও তোমার ছোঁয়া পাওয়ার অপেক্ষায়,
দিনের পর দিন পেরিয়ে যাচ্ছি অবহেলায়..
সবকিছু জেনেও গিয়েছ তুমি চলে-
অতীত আঁকড়ে আজও তোমার পাগল ছেলে

ঘর ছেড়ে পালিয়ে যেতে চায়
সীমাহীন অজানা তোমার ধূসর ঠিকানায়,
শুকিয়ে গিয়েছে নিদ্রাহীন ঝরণার জল-
কতো কতদিন তোমাকে দেখি না..

কতদিন আদর করতে পারিনি তোমাকে..
কতদিন তুমি ছাড়িয়ে নাওনি নিজেকে,
আমার হাতের বাঁধন থেকে..
জানি! হারিয়ে গিয়েছ আমাকে একলা রেখে..

এখন আমি একাই থাকি, নিজেকে রোজ দেখি,
চোখে হাসি দেখি না আর -
রোজ রোজ আয়নায় খুব ভীষণ একা।
প্রায়শই হারিয়ে ফেলি বৃষ্টি মোছা রুমাল,
নিঃশব্দে তোমাকে ডাকি -
চোখ ফেটে আসে দিনের শেষ জোয়ার।

🙏

© শুভজিৎ 
১০ মে, ২০২০

Comments