যদি পরস্পরের অসুখ হয় | সৌজন্যেসঞ্চয়িতা | Jodi Porosporer Osukh Hoy | SoujonyeSanchayita | SUBHOJIT

যদি পরস্পরের অসুখ হয় | সৌজন্যেসঞ্চয়িতা | Jodi Porosporer Osukh Hoy | SoujonyeSanchayita | SUBHOJIT

আমাকে ভালো না লাগতে পারে। নাই বা ভালো লাগলো। কিন্তু আমি তো পারি, আমার মন-শিকল এর কঠিন বাঁধন তোমার চরণে বেঁধে চিরকাল আঁকড়ে পড়ে থাকতে। অথবা প্রাণের বন্ধনে তোমাকে বেঁধে আমার মন-কারাগারে বন্দি করে রাখতে। অভাগী তুমি, তোমার প্রাণ আমার প্রাণে তে বাধা। অপেক্ষায় আমি বসে দেখতেই পারি, কে তোমার বাঁধন খুলে দিতে পারে!

"শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিলো তোর।
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া
চিরকাল তোরে রব আঁকড়িয়া
লোহার শিকল-ডোর।
তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে,
প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে।"

ভালোবাসা নামক বিক্রিয়ার দুটি উপাদান প্রেমিক এবং প্রেমিকা। এই প্রেমিক এবং প্রেমিকা যদি পরস্পরের অসুখ হয়! প্রেমিক, প্রেমিকার অসুখ আর প্রেমিকা, প্রেমিক এর অসুখ। গোটা জীবন জুড়ে দুজন দুজনের অসুখে জর্জরিত। দুজনে দুজনের যাতনায় সর্বক্ষণ অধীর। দুজনের আত্মায়, মনের মধ্যে শুধুমাত্র দুজনই।

"রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে-
মোর যাতনায় হইবি অধীর,
আমারি অনলে দহিবে শরীর,
অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে॥"

হতেই পারে!

© শুভজিৎ 
৮ মে, ২০২০

◼️ উৎস-ঋণ স্বীকার : উপরিউক্ত উদ্ধৃতাংশ দুটি, 'বিশ্বকবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'রাহুর প্রেম'(কাব্যগ্রন্থ- সঞ্চয়িতা) কবিতা থেকে গ্রহীত। 

Comments