নিরুদ্দেশ | Niruddesh | SUBHOJIT

নিরুদ্দেশ | Niruddesh | SUBHOJIT

মলিন তোমার কন্ঠস্বরে 
দুর্নিবার বোকা আকর্ষণ, 
দোয়াত এর নষ্ট কালি'তে ভিজে
হারিয়েছে পিছু ডাকার দুঃসাহস।

নিশ্চুপ বৃষ্টি নামে যখন 
আমার বাদামি চোখের তারায়, 
বর্ণহীন নিঃসঙ্গ মাঝরাতে কেঁপে
ওঠে জীবন ঘন ঘন বজ্রপাতে।

কোনো এক দূরদেশে
তুমি একা দাঁড়িয়ে খোলা বারান্দায়,
বুনছো অজস্র স্বপ্নের সুতো
যে বাঁধনে আমার উপস্থিতি নেই।

মনের গতিবেগ বারবার আমাকে
পৌঁছে দেয় সেইসব প্রাচীন অরণ্যে,
যেখানে অতীত আর বর্তমানের
যোগ-বিয়োগ-গুণ-ভাগ এর শেষ..

আমার মধ্যে আমিই নিরুদ্দেশ।

© শুভজিৎ 
২১ জুন, ২০২০ 

Comments

Post a Comment