জ্যোৎস্না | Jyotsna | SUBHOJIT

জ্যোৎস্না | Jyotsna | SUBHOJIT

ধুলো জমছে চোখ জুড়ে
হলুদ বিকেলের স্মৃতি-মঞ্চে,
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে।
মাঝরাতে নিঃশব্দতা ভেঙে বহুদুর থেকে ভেসে
আসে রেলগাড়ির ঘুমপাড়ানি গান।
আজও ঘুম আসেনি, স্বপ্ন দেখছে...
হারিয়ে ফেলেছে সেই সাড়ে ন’টার ঘুম,
ছেলেবেলার গন্ধ, ঘুমপাড়ানি হাতটাও...
তাই চোখের পাতা ধোঁয়ার থেকেও হালকা।
মন যে এখন তোমাকে খোঁজে, পায়না সময়-
কপালের শিরা দুমরে-মুচরে
ছিঁড়ে যেতে চায় তীব্র যন্ত্রণায়।
সময়ের সাথে হারিয়ে যাচ্ছে ধোঁয়ায়,
দু'চোখ ভর্তি জ্যোৎস্না।

© শুভজিৎ
২৬ জুলাই, ২০২০

Comments