অপেক্ষা | Opekkha | SUBHOJIT

অপেক্ষা | Opekkha | SUBHOJIT

ঘড়ির কাঁটার শব্দ
ঘুমে হচ্ছে ব্যাঘাত,
কত রাতের আনকোরা স্বপ্ন
হয়েছে মিথ্যে আঘাত।
নিহত স্মৃতি'দের ভিড়ে
আজও ফিরতে ছাইছে মন,
খুঁজতে চাইছে পরিচিত কিছু সুখ
মন ব্যাকুল যখন।
মায়া'র সুতোয় জীবনের বাঁধন
আলগা হচ্ছে আজ নিরুপায়,
দিন শেষে বিছানায় শুয়ে আমি
নতুন ভোরের অপেক্ষায়।

© শুভজিৎ
২৩ অগস্ট, ২০২০

Phonemic Orthography:

Opekkha

Ghorir katar shobdo
Ghum'e hocche byaghat,
Koto raater aankora swopno
Hoyeche mithye aaghat.
Nihoto smriti'der bhire
Aaj'o firte chaiche mon,
Khujte chaiche porichito kichu sukh
Mon byakul jokhon.
Maya'r sutoy jiboner badhon
Aalga hocche aaj nirupay,
Din sheshe bichanay shuye aami
Notun bhorer opekkhay.

© SUBHOJIT
23 August, 2020

Comments