বেসামাল | Besamal | SUBHOJIT

বেসামাল | Besamal | SUBHOJIT

কুয়াশার নিভৃত আড়ালে চাঁদের আলো
ঝাপসা জ্যোৎস্নার আঁচলে 
মুখ লুকিয়ে ভাসিয়ে দেয় দেহ 
জোনাকির আলো ঝলমল মনের জলে। 
দেহ বিস্মৃত রাসায়নিক'এর আলিঙ্গনে
ভেঙে যায় মাছকন্যা'দের অশ্রুকণা 
মিশকালো মাঝরাতে আবছায়া 
পথ ভুলে সবকিছু বেসামাল।
আধখোলা চোখের পর্দার ফাঁকে
স্বপ্ন যদি ঘুম ভেঙে উঠে হঠাৎ শোনে
তন্দ্রার মিথ্যে অজুহাত! 
নিষেধের অনেককিছুই 
হয়তো আর শোনা হবে না, 
আবেগী স্রোতে ভেসে যাবে মুহুর্ত। 

© শুভজিৎ
২ অগস্ট, ২০২০ 

Phonemic Orthography: 

*Will Be Available Very Soon*  

Comments