আলো | Aalo | SUBHOJIT
আজও মাঝেমধ্যে দেখা হয়,
ঘাড় ফিরিয়ে তাকানো'টা বন্ধ।
অতীত হয়ে যাওয়া সেই মুখটা,
শুকনো ফুলের মত হারিয়েছে সুগন্ধ।
ঘাড় ফিরিয়ে তাকানো'টা বন্ধ।
অতীত হয়ে যাওয়া সেই মুখটা,
শুকনো ফুলের মত হারিয়েছে সুগন্ধ।
বন্ধক দেওয়া মনটা আমার কাছে
আজও সুদ ছাড়াই আবার পেতে চায়-
হঠাৎ দেখতে পেয়ে কোথাও কিছুক্ষণ
আজও এক মুহূর্ত থমকে দাঁড়ায়।
ঐতিহাসিক কিছু না ঘটলেও
হয়তো সামান্য কিছু ভুল হয়েছিলো,
তাই তো দুর্বল সিন্দুক ভেঙে
তোমার মন, খুঁজে নিল নতুন আলো।
© শুভজিৎ
২৭ সেপ্টেম্বর, ২০২০
Phonemic Orthography:
Aalo
Aaj'o majhemodhye dekha hoy,
Ghar firiye takano'ta bondho.
Oteet hoye jaoya sei mukh'ta,
Shukno ful'er moto hariyeche sugondho.
Bondhok deoya mon'ta amar kache
Aaj'o sud charai abar pete chay-
Hothat dekhte peye kothao kichukhon
Aaj'o ek muhurto thomke daray.
Oitihasik kichu na ghotleo
Hoyto samanyo kichu bhul hoyechilo,
Tai toh durbol sinduk bhenge
Tomar mon, khuje nilo notun aalo.
© SUBHOJIT
27 September, 2020
❤️👍
ReplyDelete