সৌপ্তিক | Souptik | SUBHOJIT
রোজ রোজ গ্রাস করছো
কেন হে এই আমাকে,
দিশেহারা দেখছ তাও
কেন আসো প্রতি রাতে!
কেন হে এই আমাকে,
দিশেহারা দেখছ তাও
কেন আসো প্রতি রাতে!
জানালার ফাঁকে দেখিনা মেঘ
হাত বাড়াই শুন্যতায়,
বৃষ্টির ফোঁটাতে ভরে না মন-
নীল সমুদ্র ভালোবাসায়।
হাত বাড়াই শুন্যতায়,
বৃষ্টির ফোঁটাতে ভরে না মন-
নীল সমুদ্র ভালোবাসায়।
নিষেধ করতে পারি না তাও
অচেনা আবেগ বশে,
এসো তুমি আবারও অনুরোধে
এই অর্বাচীনের দেশে।
অচেনা আবেগ বশে,
এসো তুমি আবারও অনুরোধে
এই অর্বাচীনের দেশে।
শেষ বিকেলের রোদ্দুরে সেজো
তুমি গোধূলি রঙের টিপ,
পথ ভুলে ভালোবাসতে এসো তুমি
কুরুক্ষেত্রেই হোক নতুন সৌপ্তিক।
তুমি গোধূলি রঙের টিপ,
পথ ভুলে ভালোবাসতে এসো তুমি
কুরুক্ষেত্রেই হোক নতুন সৌপ্তিক।
© শুভজিৎ
৪ অক্টোবর, ২০২০
Phonemic Orthography:
Souptik
Roj roj gras korcho
Keno he ei amake,
Dishehara dekhcho tao
Keno aso proti raat'e!
Janalar faake dekhina megh
Haat barai shunyotay,
Bristi'r fota'te bhore na mon-
Neel somudro bhalobasay.
Nishedh korte pari na tao
Ochena abeg boshe,
Eso tumi abar'o onurodh'e
Ei orbachin er deshe.
Sesh bikel'er roddure sejo
Tumi Godhuli rong'er tip,
Poth bhule bhalobaste eso tumi
Kurukshetrei hok notun souptik.
© SUBHOJIT
4 October, 2020
Ochena Abeg bese yeso tmi abaro notun onurodhe... Line ta besi vlo lagse 😍
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete