পুজো সংখ্যা: মর্দিনী ১৪২৭ | শুভজিৎ | Mordini | SUBHOJIT
পুজো সংখ্যা: ‘মর্দিনী ১৪২৭’ -
ষষ্ঠী
শীতের আবেশ মাখছে মন
অপেক্ষায় এক একটা দিন
মেঘের চাদরে চড়ে আসছে
দেখো সময়ের আলাদিন...
সপ্তমী
শিউলি ফুলের গন্ধ
ঢাকের তালে আগমনী সুর,
অসময়ের দরজা বন্ধ
রোশনাই ছুঁয়ে দিচ্ছে বহুদূর।
অষ্টমী
সবুজ ঘাসের দেহে স্বচ্ছ শিশির বিন্দু
মনে জুড়ে বসেছে কাশ ফুলের মেলা,
সাজবে এবার সবাই নতুন আলোকে
আজ মন খারাপের ছন্দ ভেঙে ফেলা।
নবমী
মনের শহর ভরে নামছে সন্ধ্যে
ভিনদেশী আলোকবিন্দু ভেসে যায়,
চাঁদের ছুটি নির্বাসিত কল্পনায়
সমস্ত রঙ আর বেরঙ পড়েছে ধন্ধে।
বিজয়া
সিঁদুর রাঙা মেঘ দিনের শেষ আলোয়
আজ মিশে যাক সবকিছু ভালোয়,
আবেগ জমে হালকা চোখের পাতা
ঝাপসা হয়ে যাচ্ছে আগামীর রাস্তা...
ক্ষণিক নীরবতা মন কে ভিজিয়ে দিক।
© শুভজিৎ
২৫ অক্টোবর, ২০২০
Comments
Post a Comment