আজও মনে পড়ে | Aajo Mone Pore | SUBHOJIT


আজও মনে পড়ে সেসব দিনের নিছক মুহুর্তগুলো
বলতে না পারা অনেক কথা রয়েছে আমার কাছে, 
আজও মনে পড়ে মুহুর্তসুখে মত্ত অতীত দিনযাপন 
তাও হারিয়েছি তোমার ভালোবাসা হঠাৎ একদিনে! 

আমার অনুভবে তোমার উপস্থিতি মিলিত সব স্বপ্নে 
তোমার হারিয়ে যাওয়া অতিসহজ হলেও অনিশ্চিত, 
এখনও ভুলে যাওয়া বর্তমানের আমি তে সেই তুমি 
বপন করে দিয়েছিলে আমার আগামীর সব সম্বিৎ।

© শুভজিৎ
০৩.০১.২০২১ 

◼️ 'আজও মনে পড়ে' কবিতা'টি 'সনেট পাবলিকেশন' প্রকাশিত 'সনেট শারদীয়া সংখ্যা ১৪২৭' -এ স্থান পেয়েছে।

Comments

Post a Comment