মেঘের মতো উড়ছে আমার ভালোলাগা,
ধরা-ছোঁয়ার বাইরে ফিরে পাবার সম্ভাবনা।
রিমঝিম বৃষ্টি হয়ে আজ নেমে আসুক সব,
ধুয়ে মুছে দিতে আমার যত সমস্ত অজানা।
রাতের অসম্ভব বাস্তবতা পেরিয়ে ভাঙা ঘুম,
অসংখ্য অজানা ইচ্ছে জুড়ে নতুন সকাল।
পাশবালিশ জড়ানো আমার ধূসর শরীরে
ফিরছে নোনতা স্রোতে ভেসে যাওয়া চেতনা।
© শুভজিৎ
১০.০১.২০২১
Ojana sob kotha fute othe sorboda tmr kobitai 😍
ReplyDelete