জীবন জুড়ে নিস্তব্ধ সব কোলাহল,
মিশে যাই শান্ত গভীর দীর্ঘশ্বাসে।
মান-অভিমানের পালা সব চুপ
স্তিমিত কোনো নাটকীয় আশ্বাসে।
অজানা প্রশ্ন-ভিড়, উত্তরেরা নিখোঁজ,
জীবন থমকে দাঁড়িয়ে, মন-কিনারায়।
নিজের সাথে একান্তে নিঃশব্দ আসর,
অস্থির স্রোতে অবিরত লক্ষ্য হারায়।
© শুভজিৎ
২৩.০১.২০২১
Jibon ta sotti ak rong-berong yer asor
ReplyDelete