আমিই সেই | Aamie Sei | SUBHOJIT
এক একটা দিন যেন গল্পের মতো
আসে আর ফিরে যায় নির্দ্বিধায়
অবাস্তব ভাবনার দলে মিশে যায় মন।
সময়ের ভারে নতজানু ইচ্ছেরা আহত
মুহূর্তরা এখনো অস্ফুট, অজানা অসহায়
হিসেবের অন্ধকারে হারিয়ে জিতে যেতে চায় জীবন।
যেভাবে ভাবছো তুমি,
আমিই কি সেই?
চোখ বুজে দেখো,
আমিই কি সেই?
এক একটা দিন যেন গল্পের শেষ
ঘনিয়ে এসেছে সময় এবার উপসংহার...
তুমি-উপন্যাসের কোন অংশে হারিয়েছে আমার নাম?
আজও মনবন্দী সব চিঠি, খোলা পড়ে সমস্ত খাম।
আমার গল্পের ছিলো না শেষ...
যেভাবে ভাবছো তুমি, আমিই সেই!
আহবান নাকি আবাহন...
চোখ বুজে দেখো, আমিই সেই!
© শুভজিৎ
২১.০২.২০২১
Comments
Post a Comment