বন্ধুত্বর উপরে | Bondhutbar Upore | মেহবুবা বিনতি এহসান | SUBHOJIT
'আন্তর্জাতিক নারী দিবস' উপলক্ষে প্রথমবার অতিথি আপ্যায়ন...
অচেনা থেকে বন্ধুত্বর শিকড় বেয়ে
এগিয়ে গেছি মোরা বহু বহুদূরে।
মান-অভিমানের গুচ্ছ নিয়ে
খুশি মাখা সুন্দর মুখ ছুঁয়ে
চোখের জলে দুঃখ যাক ধুয়ে।
দেখা যদিও হয়নি কখনও
জানি হবে কোথাও একদিন
দেখব তোমায় দূরত্ব হবে বিলীন।
বন্ধুত্ব আমাদের অনেকটা দিনের
বহু বছরের গড়ে তোলা আরাধন
আরও আছে অপ্রকাশিত মনের টান।
থাকুক তোলা মোদের এ বন্ধুত্ব
চিরদিনের অটুটের থাক ভরে
অতি যত্নের গড়ে তোলা বন্ধুত্বর তরে।
লিখেছেন: মেহবুবা বিনতি এহসান
◼️কৃতজ্ঞতা: অসংখ্য ধন্যবাদ জানাই মেহবুবা বিনতি এহসান’কে, তাঁর এই লেখা প্রকাশ করার অনুমতি দেওয়ার জন্য।
© শুভজিৎ
০৮.০৩.২০২১
#আন্তর্জাতিকনারীদিবস #internationalwomensday
Onk dhonnobad jit amr kobita ti k atto sundor kore published korar jonno 😊
ReplyDelete