কাঁটাতার | Kantatar | শুভজিৎ | SUBHOJIT
শুভ ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে...
অচেনা নাম না জানা সম্বোধনে কিছুটা হয়তো
সম্ভব, কাঁটাতারের দুপাশে ভালোবাসার স্রোতে
বাস্তবের ফেনায় দুটি হৃদয় মিলেমিশে যাওয়ার
স্বপ্ন সবুজ রূপ পাবে। হয়তো হৃদযন্ত্রের প্রশ্বাসে
সব ক্ষত শুকিয়ে জেগে উঠবে এক টুকরো প্রাণ
আমার বুকের ভিতর, বিষাক্ত নিঃস্বাসে বৃদ্ধি পাবে
সমুদ্রের অতল গভীরে অক্টোপাসের সবকটি পাস,
যেগুলো সব বন্ধ দরজা ভেঙে দিয়ে মুছে দেবে
সমস্ত আন্তর্জাতিক আপত্তি। সমস্ত সুপ্ত ভালোবাসা
দেখবে সীমাহীন ভূখণ্ডের নতুন প্রভাতের সূর্যোদয়-
যেভাবে বিপ্লব শেষে জীবনের জয় আকাশ-বাতাস
জুড়ে ভেসে বেড়ায় একটা শিরা থেকে অপর শিরায়।
© শুভজিৎ
১৫.০৪.২০২১
Osadharon
ReplyDelete