অবসর | Obosor | শুভজিৎ | SUBHOJIT

অবসর | Obosor | শুভজিৎ | SUBHOJIT

অন্ধকার পথে আমার পিছনে
ধাওয়া করে পদশব্দের প্রতিধ্বনি,
দুই পাশের বাড়িগুলোতে রাত্রি
নেমেছে, ঘুমোচ্ছে ওরা আমি জানি-

আঁকড়ে ধরার মত কেউ ছিলনা,
যখন চিতার আগুন ধীরে ধীরে
নিভে আসছিলো, সেই ছিল শুরু-
আজ তাই দুর্বলতা নেই শরীরে।

ইচ্ছে অনুযায়ী বদলে যায় ছবির মুখ
কখনো হাসছে আবার কখনো রাগ,
এসবের মাঝেই ঠিকানা খোঁজে সুখ
আমার একলা একাকী শান্ত সোহাগ।

আগুন নেই, আছে শুধু জীবন
দু-চোখ জুড়ে একান্ত একঘরে।
আমার স্বাধীনতা প্রদর্শন, নয় 
কখনোই একদিনের অবসরে।

© শুভজিৎ
২১.০৮.২০২১

Comments

Post a Comment