পুজো সংখ্যা: মর্দিনী ১৪২৮ | শুভজিৎ | Mordini | SUBHOJIT


পুজো সংখ্যা: ‘মর্দিনী ১৪২৮’ - 

(ষষ্ঠী)
নতুন ভোর, শান্ত হৃদয় 
নিজেকে নতুন করে পাওয়া আবার, 
জমানো ইচ্ছে, আবেগ 
মুঠো খুলে আজ মুক্তি পাবে সবার।

(সপ্তমী)
সময়ের সহজ সরল গতিপথে 
অপেক্ষায় আছে শত সহস্র মন, 
ঝাঁপ দিতে চাওয়ার উন্মাদনায় 
ভুলে থাকি তাকে আর কিছুক্ষন!

(অষ্টমী)
জ্বলে উঠছে ভোরের রৌদ্রবাতি 
নিভে যাও আজ গাঢ় নীল সমুদ্র,
তোমার আর্ত উচ্ছ্বাসে সিক্ত প্রহর 
শিথিল দেহে জাগে প্রাণের শিহরণ। 

(নবমী)
প্রতিটা স্নায়ুতে উপচে পড়ছে আবেগ 
চোখের তারা’য় নানা রঙের খেলা,
ঘড়ির কাটায় হালকা উষ্ণতার গন্ধ 
নীল আকাশের মন কেমন শেষবেলায়। 

(বিজয়া)
আরও একটা নতুন ভোর,
নিভু নিভু ঝাড়বাতি.. 
আলগা হাতে ভেসে যায় সঞ্চয়। 
আবছায়া কোলাহল,
চোখের পাতায় শিশির..
অপেক্ষায় বছর খানেক সময়। 

শুভ শারদীয়া। 
সবাই’কে শুভ শারদীয়া’র প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 

© শুভজিৎ 
১৬.১০.২০২১ 

Comments