কবিতা সিরিজ: অবসরে মুহুর্তরা | সংখ্যা ১ | শুভজিৎ | Obosore Muhurtora | SUBHOJIT

'অবসরে মুহুর্তরা'
টুকরো মুহুর্ত'দের অবসর যাপন- 

কবিতা সিরিজ: অবসরে মুহুর্তরা | সংখ্যা ১ | শুভজিৎ | Obosore Muhurtora | SUBHOJIT

সবাই রয়ে গেলো তাদের নিজের মতো
সেইসব চেনা স্বভাব, আমি স্রোতে ভেসে
নিজেকে বদলাতে গিয়ে বাড়ালাম অক্ষত
অভাব, বুঝেও বুঝলি না তুই ভালোবেসে..
*
ছিটগ্রস্ত উগ্রতায় একাকীত্বের বিষন্নতা
নিষ্ঠুর আত্মহত্যায় জরুরী সমঝোতা
আত্মার সাথে বন্ধুত্বে জীবনের অস্তিত্ব
ছন্দহীন ব্যক্তিত্বে অসম্পূর্ণ কবিত্ব..
*
পুরনো কিছু শুকনো ফুল, পড়ে আছে
আমার অতীত নৈবেদ্য'তে..
স্মৃতি তাই ফিরে আসে আধমরা সুবাসে
হারিয়ে ছিলাম একদিন, আমি তোমাতে!

🔜 পরবর্তী সংখ্যা শীঘ্রই প্রকাশিত হবে।
এটি অণু-কবিতা নিয়ে তৈরি একটি অধ্যায়-ক্রম।

© শুভজিৎ 
১৪.১১.২০২১

Comments