কবিতা সিরিজ: অবসরে মুহুর্তরা | সংখ্যা ১ | শুভজিৎ | Obosore Muhurtora | SUBHOJIT
'অবসরে মুহুর্তরা'
টুকরো মুহুর্ত'দের অবসর যাপন-
টুকরো মুহুর্ত'দের অবসর যাপন-
সবাই রয়ে গেলো তাদের নিজের মতো
সেইসব চেনা স্বভাব, আমি স্রোতে ভেসে
নিজেকে বদলাতে গিয়ে বাড়ালাম অক্ষত
অভাব, বুঝেও বুঝলি না তুই ভালোবেসে..সেইসব চেনা স্বভাব, আমি স্রোতে ভেসে
নিজেকে বদলাতে গিয়ে বাড়ালাম অক্ষত
*
ছিটগ্রস্ত উগ্রতায় একাকীত্বের বিষন্নতা
নিষ্ঠুর আত্মহত্যায় জরুরী সমঝোতা
আত্মার সাথে বন্ধুত্বে জীবনের অস্তিত্ব
ছন্দহীন ব্যক্তিত্বে অসম্পূর্ণ কবিত্ব..
*
পুরনো কিছু শুকনো ফুল, পড়ে আছে
আমার অতীত নৈবেদ্য'তে..
স্মৃতি তাই ফিরে আসে আধমরা সুবাসে
হারিয়ে ছিলাম একদিন, আমি তোমাতে!
🔜 পরবর্তী সংখ্যা শীঘ্রই প্রকাশিত হবে।
এটি অণু-কবিতা নিয়ে তৈরি একটি অধ্যায়-ক্রম।
© শুভজিৎ
১৪.১১.২০২১
Comments
Post a Comment