কবিতা সিরিজ: অবসরে মুহুর্তরা | সংখ্যা ২ | শুভজিৎ | Obosore Muhurtora | SUBHOJIT
'অবসরে মুহুর্তরা'
টুকরো মুহুর্ত'দের অবসর যাপন-
টুকরো মুহুর্ত'দের অবসর যাপন-
তোমার প্রশ্নেই লুকিয়ে থাকে
আমার সহজ উত্তর সমস্ত,
তাও বারে বারে শুধাও তুমি
বাড়াও মনের আবেগ-ক্ষত।
*
নির্লজ্জ আমি আজও মুখ ফুটে চাই
তোমাকে আবার ফিরে পাওয়ার অধিকার,
কোথায় যেন বিষন্নতার বাঁশি'তে মন কেমনের
সুর, মনে করিয়ে দেয় সেই অতীত, ধৃষ্টতার।
*
ভস্ম ভালোবাসা, ক্লান্ত আজ খুঁজে খুঁজে
পুড়ছি আমি চোখের জলে ভিজে।
বিষাক্ত নেশায় ভারাক্রান্ত এই দেহ-মন,
দুর্বল স্বপ্নগুলো সহ্য করবে আর কতক্ষণ..
🔜 পরবর্তী সংখ্যা শীঘ্রই প্রকাশিত হবে।
এটি অণু-কবিতা নিয়ে তৈরি একটি অধ্যায়-ক্রম।
© শুভজিৎ
২১.১১.২০২১
Comments
Post a Comment