ছেলে হতে চাই | Chele Hote Chai | জুহি সেন গুপ্তা | SUBHOJIT
‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে অতিথি আপ্যায়ন।
পরের জন্মে আমি মেয়ে না ছেলে হতে চাই।
আমি মেয়ে বলে, পড়তে পারি না নিজের ইচ্ছেমতো বাহারি পোশাক,
কারণ সকল অপকর্মের দোষ যায় পোশাকের উপর।
অথচ ছেলেদের নেই কোনো মানা যাই হোক পোশাকের বাহার!
ছেলে হলে কলেজ শেষে বাড়ি ফিরতে, কেউ আর পিছু নিবেনা আমার।
ছেলে হলে কোনো বখাটে করবে না উৎপাত আর।
আত্মহত্যা করেছে অতিষ্ঠ হয়ে এ জ্বালায় না জানি মেয়ে কতশত!
কিন্তু ছেলে হলে আমার পরিবার আমার চিন্তায় করবে না আর দিন নিপাত!
ছেলে হলে ছোট, বড়ো, বৃদ্ধ কেউ আর করবে না কারো ধর্ষণ।
অথচ মেয়ে মানেই একটা মাংসপিন্ড শুধু ভোগেরই কারণ।
ছেলে হলে আমি মুক্ত পাখির মতন, ফিরবো বাড়ি যখন তখন।
অথচ মেয়ে বলে কতো ভয় পেতে হয় যখন হঠাৎ দেরি হয় রাতে কিছুক্ষণ।
ছেলে হলে বিয়ের যৌতুক নিয়ে চিন্তা থাকবে না আর কোনো বাবার।
কতো মেয়ে হারিয়ে যায়, এই যৌতুকের থাবায়!
ছেলে হলে যাবো যেখানে খুশি, ভয় কি আবার!
ছেলে হলে কেউ অ্যাসিড ছুড়ে ঝলসে দিবে না আমার মুখ!
মেয়ে বলে এই অ্যাসিডদগ্ধরা বেঁচে থাকে লুকিয়ে মুখ।
জীবন্ত শরীরে কেউ আর দিবে না আগুন!
কারণ আমি তো ছেলে আমার তো সবদিনই যেন ফাগুন,
ছেলে হলেই আমার জন্য উন্মুক্ত সব স্থান।
ছেলে মানেই তো বেঁচে থাকা প্রানভরে।
আর মেয়ে মানেই তো বেঁচে থাকা কষ্টেসৃষ্টে,
নিরাপত্তাহীনতায়, ভয় আর ডরে।
তাইতো আমি ছেলে হতে চাই পরজন্মে, আর বাঁচতে চাই
পূর্ণ অধিকার নিয়ে প্রানভরে, ভয়-ডর ছেড়ে।
লিখেছেন: জুহি সেন গুপ্তা
◼️কৃতজ্ঞতা: অসংখ্য ধন্যবাদ জানাই জুহি সেন গুপ্তা দিদি’কে, তাঁর এই লেখা প্রকাশ করার অনুমতি দেওয়ার জন্য।
© শুভজিৎ
০৮.০৩.২০২২
Comments
Post a Comment