কবিতা সিরিজ: অবসরে মুহুর্তরা | সংখ্যা ৩ | শুভজিৎ | Obosore Muhurtora | SUBHOJIT

'অবসরে মুহুর্তরা'
টুকরো মুহুর্ত'দের অবসর যাপন-

কবিতা সিরিজ: অবসরে মুহুর্তরা | সংখ্যা ৩ | শুভজিৎ | Obosore Muhurtora | SUBHOJIT

তুমি হেঁটেছ রাতপথ একাকী..
দুর্বিষহ দুঃসাহস তোমার এই যুগে!
কতো পথ হাঁটার পর তুমি পৌঁছেছ বাড়ি,
জানতে চাইনি আমি বুঝেছি সুপ্ত আবেগে।
*
সম্মোহন তুমি কোন দিগন্তে হয়েছো বিলীন
কোন কাশ ফুলের ক্ষেতে রয়েছো লুকিয়ে..
পরিচিত সবকিছুই অতীত, নিস্তব্ধ তোমার
গন্তব্যে আমি হয়েছি উপস্থিত, আমাকে নিয়ে।
*
তবুও বারে বারে ফিরে আসা আবদারে
সীমিত আমি হয়তো জানি সে দরবারে..
পিতলের হাতলে তোমার ফর্সা হস্তরেণু
জন্ম দেয় সহস্র হৃদপিন্ড আমার পাঁজরে।

🔜 পরবর্তী অধ্যায় শীঘ্রই প্রকাশিত হবে।
এটি অণু-কবিতা নিয়ে তৈরি একটি অধ্যায়-ক্রম।

© শুভজিৎ 
২৫ এপ্রিল, ২০২২ 

Comments